অঞ্জন প্রসাদ রায় চৌধুরী,কমলগঞ্জ প্রতিনিধি:-
মৌলভীবাজারের কমলগঞ্জে নোবেল করোনাভাইরাস সংক্রমন রোধে রেলযাত্রীদের জন্য স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ দুপুর ১টায় কমলগঞ্জ থানার ওসি মো:আরিফুর রহমান ভানুগাছ রেলওয়ে স্টেশনে সরকারি নির্দেশনা ও স্বাস্হ্য বিধি মেনে চলার জন্য রেল যাত্রীদেরকে হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতনতা মূলক দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি আরও বলেন নোবেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগনকে সচেতন রাখার লক্ষ্যে পুলিশ প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এই সচেতনামূলক প্রচার কালে আরও উপস্হিত ছিলেন ভানুগাছ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব,কমলগঞ্জ থানার এস আই ফজলে এলাহী,এস আই অনিক বড়ুয়া, এসআই সিরাজুল ইসলাম এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী( দৈনিক গনমুক্তি),মুনায়েম খান( এশিয়ান এইজ),শাবুদ্দিন আহমদ( দৈনিক সরজমিন),অর্জুন দেবনাথ (দৈনিক মৌমাছি কন্ঠ),কমলগঞ্জ প্রতিনিধি প্রমুখ।
