অঞ্জন প্রসাদ রায় চৌধুরী,কমলগঞ্জ প্রতিনিধি:-
মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালকের তত্ত্বাবধানে কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও ঔষধ বিক্রি করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন কমলগঞ্জের শমশেরনগর বাজারে দোকান মনিটরিংকালে এই জরিমানা আদায় করেন।
অভিযানে শমশেরনগর বাজারের জেবিএল ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকা, নূরজাহান ভেরাইটিজ স্টোর কে ২ হাজার টাকা ও রাজমহলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমীন বাজারে পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবানুনাশক বিক্রয় না করতে পারেন সে লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেন।