নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর পক্ষ থেকে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করাহয়।
সারাদেশে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ২৩ জানুয়ারি ২০২১ রোজ শনিবার রাতে ঢাকার বিভিন্ন যায়গায় ঘুড়ে ঘুড়ে নিজেদের হাতে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।
হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে সকল অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করে হিন্দু যুব মহাজোট এর নেতৃবৃন্দ অনেক খুশি,তারা সকল সময় তাদের সাধ্যমত সকল অসহায়দের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার প্রত্যাশায় কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর সকল নেতৃবৃন্দরা যেন এভাবে কাজ করে যেতেপারে সেজন্য সকলের কাছে আসির্বাদ প্রার্থি।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর সাবেক নির্বাহি সভাপতি প্রদীপ সংকর,সাবেক সিনিয়র সহ-সভাপতি বাসুদেব সরকার,সাবেক প্রধান সমন্বয়কারী প্রশান্ত হালদার ,

সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক তিলক মন্ডল,তাপশ বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি সাজেন কৃষ্ণ বল,মহিলা বিষয়ক সম্পাদীকা মৌসুমি রায়,সাবেক সাধারন সম্পাদক হরেকৃষ্ণ বারুরী,শিমুল মজুমদার ,সৌরভ সিকদার প্রমুখ।

যে সকল যায়গায় শীত বস্ত্র দেওয়া হয়নি সে সকল যায়গায় পর্যায়ক্রমে বিতরন করা হবে বলে যানিয়েছেন।