নিজস্ব প্রতিবেদক:-
“মানব সেবায় নিবেদিত একটি সংগঠন” বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আটোয়ারী উপজেলা ও আঞ্চলিক শাখা দ্বারা আটোয়ারী উপজেলার ৩টি ইউনিয়নে পর্যায়ক্রমে যথা: ১নং মির্জাপুর, ৩নং আলোয়াখোয়া ও ৪নং রাধানগর ইউনিয়নে গরিব, অসহায় ও সাওতাঁল উপজাতিরদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয় ০৬ ফেব্রুয়ারী ২০২১ইং রোজ: শনিবার।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয় ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের “আলোয়াখোয়া পাল্টাপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরে”, ১নং মির্জাপুর ইউনিয়নের “শ্রী শ্রী রাধা গিরিধারী গৌরীয় সেবা আশ্রম মন্দির” ও ৪নং রাধানগর ইউনিয়নের শ্রী শ্রী গোপীনাথ হরি মন্দির, ডুংডুংগী হাট।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট আটোয়ারী উপজেলা ও আঞ্চলিক শাখার শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা শাখার আহবায়ক, বাবু ধরনী কান্ত বর্মন, সদস্য সচিব, অনিক রায়, যুগ্ম আহবায়ক, মিঠুন কুমার রায়, মিলন বসাক ও দেবাশীষ রায় সঞ্জয়, সদস্য সুরঞ্জিত ও পরেশ দেব।
৩টি ইউনিয়ন সভাপতি ও সহ: সভাপতি, বিশেশ্বর বর্মন (স.), সুজন চন্দ্র বর্মন (স.), অনিমেষ বর্মন (স.স.) , সিনিয়র স. স. ও সাধারণ সম্পাদক, জীবন বর্মন (সি.যু.স.স.), ভবেন পাল (স.স.), অচিন্ত্য সিংহ (স.স.) সহ প্রতিটি ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন,
আলোয়াখোয়া পাল্টাপাড়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দিরের সভাপতি, বাবু প্রদীপ কুমার বর্মন, রাধানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নরেশ চন্দ্র বর্মন ও মির্জাপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার রন্জিতা রানী পাল প্রমুখ।
